ওয়ার্ডপ্রেস এস ই ও কি||What is WordPress Seo||
(What is WordPress Seo)আপনি যদি ওয়ার্ডপ্রেস ব্যাবহার করে থাকেন তাহলে অাজকের টিউনটি আপনার জন্য অনেক গুরুর্তপূর্ন।কেননা অামার আজকের টিউনটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিবে যে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইয়াস্ট এস,ই,ও প্লাগিন ইনস্টল করতে হয়।
এবং এস ই ও সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।যারা ওয়ার্ডপ্রেসে একদমি নতুন যারা জানেনা ওয়ার্ডপ্রেসের
- এস ই ও প্লাগিনটি কি?
- এস ই ও প্লাগিনটি দিয়ে কি হয়?
- এবং
- এস ই ও প্লাগিনটি কিভাবে ব্যবহার করতে হয় |
তাদের জন্য এই টিউনটি অনেক হেল্পফুল একটি পার্ট। তাই সম্পুর্ন টিউনটি পরলে ওযার্ডপ্রেসের এস ই ও প্লাগিন সম্পর্কে সঠিক ধারনা পেয়ে যাবেন।
Table of Contents
এস ই ও কি?
(Seo) এর পূর্ণরূপ হচ্ছে সার্চ ইন্জিন অপটিমাইজেশন। এখন আপনারা হয়তো ভাবতে পারেন এটি দিয়ে অামার লাভ কি? বা আমার ওয়েবসাইটের লাভ কি? আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন তাহলে অাপনার ওয়েবসাইটে তো অবস্যই যে কোন কন্টেন্ট পাবলিশ করেছেন||
এখন আপনার সেই কন্টেনটি যদি কেউ না পরে তাহলে কি আপনার ওয়েবসাইটের ভিজিটর আসবে চিন্তা করে দেখুন কখনোই কিন্তু অাপনার ওয়েবসাইটে ভিজিটর অাসবে না।সহজ করে বলতে গেলে আপনি যখন কোন কি ওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেন ধরুন আপনি গুগলে সার্চ করলেন
*কিভাবে অনলাইন থেকে অায় করা যায়?*
সার্চ করার পরে গুগলে সেই কি ওয়ার্ড দিয়ে অনেকগুলো ওয়েবসাইটের কন্টেন্ট চলে অাসলো তো আপনি সচারচর কোন ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন অবশ্যই গুগলের প্রথমে যে দুই তিনটা ওয়েবসাইট সো করবে সেই ওয়েবসাইতে প্রবেশ করবেন।
এখন কথা হচ্ছে গুগলের প্রথম পেজের পরে যে কন্টেনগুলো থাকবে সেই কন্টেন্ট গুলোতে ট্রাফিক অনেক কম অাসবে।এখন হয়তো অাপনি মনে মনে চিন্তা করতেছেন যে অামার ব্লগের পোষ্ট গুলোকেও যদি গুগলের প্রথম পেজে অানতে পারতাম। কিন্তু কিভাবে?
উত্তরঃ হিসবে অামি বলব এস ই ও।
অাপনারা হয়তো এতক্ষনে একদম সঠিক ধারনা পেয়ে গেছেন যে এস ই ও কি।
এস ই ও সম্পর্কে তো বিস্তারিক ধারনা পেলাম কিন্তু অামার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে এস ই ও প্লাগিন ইনস্টল করবো?
ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে যেভাবে এস ই ও প্লাগিন ইনস্টল করবেন?
পর্বঃ ১
একটি ওয়ার্ডপ্রেস ব্লগে এই প্লাগিনটি ইনস্টল করার জন্য মোবাইল অথবা একটি কম্পিউটারে অাপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি লগ-ইন করবেন। করার পরে ওয়ার্ডপ্রেসের ড্যাসবোর্ডে যাবেন যাওযার পরে দেখবেন কর্নারে থ্রিডট একটি মেনু বার রয়েছে সেখানে ক্লিক করবেন।
করার পরে নিচের দিকে দেখবেন যে প্লাগিন (Plugins) নামের একটি লেখা অাছে সেখানে ক্লিক করবেন।
পর্বঃ ২
ক্লিক করার পরে অবারো তিনটা নতুন লেখা অাসবে এই লেখা গুলোর মধ্যে নতুন প্লাগিন যোগ করুন(Add New Plugins) নামের লেখাতে ক্লিক করবেন।ক্লিক করার পরে অাপনাদেরকে ওয়ার্ডপ্রেস প্লাগিন স্টরে নিয়ে যাবে সেখানে অনেকগুলো প্লাগিন দেখবেন এবং উপরের দিকে দেখবেন সার্চ করার মতো একটি সার্চ বক্স অাছে সেখানে ক্লিক করবেন।
পর্বঃ ৩
সেখানে লিখবেন ইংরেজিভাষায় (Yoast Seo) লেখার সাথে সাথে (Yoast Seo) নামে একটি প্লাগিন অাসবে ওখানে প্লাগিনটি ইনস্টল করে নিবেন।ইনস্টল করা হয়ে গেলে একটিভে ক্লিক করবেন।
করার সাথে সাথেই অাপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্লাগিনটি চলে অাসবে।
পর্বঃ ৪
প্লাগিন তো ইনস্টল করলাম এখন এস ই ও করবো কিভাবে। ওযেবসাইটে প্লাগিন ইনস্টল করার পরে অাপনি যখন ব্লগে একটি পোষ্ট করবেন তখন দেখবেন পোষ্টের নিচের দিকে অনেক নতুন ফিচার চলে অাসবে সেখানে আপনার ব্লগের পোষ্ট কিভাবে করলে এস ই ও ফ্রেন্ডলি হবে কিভাবে এস ই ও রেজাল্ট গুড করতে হবে সব গুলো লাল এবং অরেন্জ কালারের লেখার মাধ্যমে সাজেষ্ট করবে।
সেগুলো মেনে যদি পোষ্ট করেন তাহলে দেখবেন অাপনার ব্লগের পোষ্টের এস ই ও গুড হয়ে গেছে এবং সবুজ কালারে এস ই ও আইকোন সো করতেছে।
||আপনি কি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন না তাহলে এখানে ক্লিক করে জেনে নিন||
প্রিয় পাঠক,
আজকের এই ব্লগের মাধ্যমে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এস ই ও নিয়ে বিস্তারিত ভাবে অাপনাদের সাথে অালোচনা করলাম। যদি টিউনটির দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে নিজ মনে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন।
এবং একটি কথা না বললেই নয় যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
টিউনটি শেষ পর্যন্ত পরার জন্য বিশেষভাবে ধন্যবাদ|
One Comment